কৃষক সেতুতে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা 

0
65

সুদীপ পাল,বর্ধমানঃ 

কাঁকসার পর ফের সেতুতে ফাটল। এবার বর্ধমানের দামোদরের কৃষকসেতু। গুরুত্বপূর্ণ এই সেতুতে বর্ধমানের সাথে পুরুলিয়া, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার যোগাযোগ রক্ষা হয়। শুধু অন্য জেলা নয় বর্ধমানের রায়না ও খণ্ডঘোষের মত ব্লকগুলির মানুষ বর্ধমানে আসতে এই সেতুই ব্যবহার করেন। স্বাভাবিকভাবেই ভারী পণ্যবাহী গাড়ি ছাড়াও কমবেশী প্রায় সাড়ে তিনশো বাস যাতায়াত করে। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ব্রীজের অবস্থা সম্পর্কে তাঁরা নজরদারী চালাচ্ছেন।

ফাটল হওয়া কৃষক সেতু।নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা বলছেন, কৃষকসেতুর ওপর চাপ বাড়ছে এবং সেতু যেভাবে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে তাতে যেকোন দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন সূত্রে জানা যায়, পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা হয়েছে এখন মেরামতের কাজ শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here