পঞ্চায়েত মামলাঃ রাজ্য সরকার ও কমিশনের জয়

0
142

ওয়েবডেস্কঃ-

পঞ্চায়েত মামলায় রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।ফলে বিজেপি সহ বিরোধী শিবির অনেকটাই বড় ধাক্কা খেল বলে রাজনৈতিক মহলের ধারণা।

আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, চন্দ্রচূড় ও খানউইলকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন নতুন করে কোনও আসনেই ভোট করার প্রয়োজন নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা পঞ্চায়েত সদস্য হতে পারবেন; ওই প্রার্থীদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করা যাবে ।

পাশাপাশি, রায়ে আরও বলা হয়েছে, রাজ্যে ২০ হাজার আসনের ক্ষেত্রে অবিলম্বে জয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে বিরোধীরা চাইলে ইলেকশন ট্রাইব্যুনালে অভিযোগ করতে পারবেন। একইসঙ্গে সুপ্রিম কোর্টের এই রায়ে এদিন খারিজ করে দেওয়া হল কলকাতা হাইকোর্টের দেওয়া হোয়াটসঅ্যাপ ও ইমেল মনোনয়নের স্বীকৃতি। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে এরকম কোনও সংস্থান নেই।
উল্লেখ্য, আদালতে বিরোধীদের মূল অভিযোগ ছিল রাজ্যে ২০ হাজার আসনে মনোনয়ন জমা দিতে পারেননি বিরোধী প্রার্থীরা। ফলে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শসকদলের প্রার্থীরা। সেই অভিযোগ খারিজ হয়ে যায়।

রায়ের পর আইনজীবী কল‍্যান বন্দ‍্যোপাধ‍্যায়  প্রতিক্রিয়ায় জানান,’এই রায়ে আমি খুব খুশি। অনেক পরিশ্রম হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here