মনিরুল হক, কোচবিহারঃ
আজ পহেলা ফাল্গুন মনীষী পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্মদিন। রায় সাহেবের এই জন্মদিন উপলক্ষে তার জন্মভিটায় মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে পঞ্চানন বর্মার জন্ম দিবস পালন করা হয়। পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে পঞ্চানন বর্মার নামে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমির কাগজপত্র তুলে দেওয়া হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের মাঠের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের শাপেলি, শীতলকুচি কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, এস জে ডি এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, জেলা ভূমি রাজস্ব আধিকারিক সন্দীপ দত্ত, ডক্টর আনন্দ গোপাল ঘোষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক, সহ আধিকারিকরা,পঞ্চানন বর্মা মেমোরিয়াল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রাস্ট বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন, রাজর্সি বিশ্বাস, স্বেচ্ছায় জমিদাতাগণ এবং পঞ্চানন অনুরাগী সাধারণ মানুষ জন।
আরও পড়ুনঃ দিদির দূত নাকি বিজেপির রথ, বাংলা দখলে এগিয়ে কে! জল্পনা রাজনৈতিক শিবিরে
আরও পড়ুনঃ বাবুরহাটের সভা থেকে মমতাকে পাল্টা আক্রমণ বিজেপির
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায় বলেন, ‘আজকে ১২ একর ৮০ শতক জমি ভূমি রাজস্ব দফতর বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করল দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেলা ৩টায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালের মাধ্যমে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এর দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের শিলান্যাস করবেন পূণ্যভূমি খলিসামারিতে।”
তিনি আরও বলেন, ‘প্রচুর জায়গা আছে বিভিন্ন বিভাগে বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস ইত্যাদি বহু বিষয়ে এখানে পড়াশোনার সুযোগ করবার ব্যবস্থা করা হবে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের পরে। পাকা রাস্তা থেকে দ্বিতীয় ক্যাম্পাসে যাবার জন্য শীতলকুচির বিধায়ক হিতেন বর্মনের বিধায়ক তহবিল থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তা স্থাপনের জন্য আজকে শিলান্যাস করা হয়। শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।’
এদিন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এর দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব তথা পঞ্চানন গবেষক ধীরেন্দ্র নাথ বর্মন বলেন, ‘প্রচুর মানুষ স্বেচ্ছায় জমি দান করেছে, আগামীকাল মুখ্যমন্ত্রী দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য শিলান্যাস করবেন তার জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাচ্ছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584