নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক আরও জোরালো হচ্ছে। কখনও উপসর্গ দেখা দিচ্ছে আবার কখনও বা উপসর্গ দেখা যাচ্ছে না। এইসব তালবাহানার মাঝে মানুষ থাকতে চাইছেনা। তাই পরীক্ষা কেন্দ্রে গিয়ে লাইন দিচ্ছে করোনা পরীক্ষার জন্য।
সেখানেও পরীক্ষা লিমিটেড থাকায়, কখনও কখনও ফিরে আসতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। অবশেষে রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দফতরের সহযোগিতায় করোনা পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ গাড়ির ব্যবস্থা করেছে। জেলা সদর দফতর কিংবা স্বাস্থ্য বিকাশ কেন্দ্র থেকেই এই ভ্রাম্যমাণ গাড়ির বুকিং করলেই মিলে যাবে পরীক্ষা ব্যবস্থা।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা ব্লকের ভাতৃ সংঘ এই ভ্রাম্যমাণ গাড়ির বুকিং করেছে করোনা টেস্টের জন্য। প্রত্যন্ত গ্রামের মানুষ যারা, তাদের হয়ত হাসপাতালে, ১০ কিলোমিটার দূরে গিয়ে লাইন দেওয়া খুবই কষ্টসাধ্য। সুতাহাটা ব্লকের বাহার গ্রামের মানুষের সাহায্যার্থে এই করোনা টেস্টের ব্যবস্থা করল ভাতৃ সংঘ।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা না করার আবেদনে পোস্টার
এই করোনা পরীক্ষার জন্য স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ এগিয়ে এলেন। র্যাপিড টেস্ট কিংবা ডিউ টেস্ট দুটি টেস্টই করলেন। ভ্রাম্যমাণ গাড়ির মধ্যেই ডাক্তার বাবু এবং অ্যাসিস্ট্যান্ট প্রায় ১০০ জনের মতো গ্রামের মানুষের করোনা টেস্ট করালেন। গ্রামের মানুষজন খুবই উৎসাহিত এই পরীক্ষা করতে পারায়।
করোনা টেস্ট করতে আসা ডাক্তার সৌভিক মহাপাত্র বলেন, “এই ভ্রাম্যমাণ গাড়ির জন্য প্রত্যন্ত গ্রামের মানুষের খুবই সুবিধা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় প্রতিদিন গড়ে ৪ হাজার করোনা পরীক্ষা করা যাচ্ছে। আরটিপিসিআর ও র্যাপিড দুটো ধরনের টেস্ট এখানে করা যাচ্ছে।”
আরও পড়ুনঃ বীরেন্দ্র নগর এলাকায় করোনা পরীক্ষার জন্য হাজির মেডিকেল টিম
ভাতৃ সংঘ ক্লাবের সম্পাদক প্রণব মান্না বলেন, “সারা বছরই সমাজসেবামূলক বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। প্রত্যন্ত গ্রামের মানুষজন এখানে থাকে, তাই তাদের জন্য এই করোনা পরীক্ষা করতে পারায় আমরা খুশি। এটি প্রথম পর্যায়ে শুরু করলাম এরপরে আরও অনেকবার করার ইচ্ছা আছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584