শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বিশ্বের নানা দেশে মারণ থাবা বসিয়ে ভারতে প্রবেশ করছে করোনা ভাইরাস। ইতিমধ্যে সারা বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস আতঙ্কের সৃষ্টি করেছে।
ভারতবর্ষের কেরালা, আগ্রা, তামিলনাডু সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খোঁজও মিলেছে। সেই কারণে রাজ্য সরকার আগে থেকেই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। আর সেই লক্ষ্যেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের আদেশক্রমে করোনা ভাইরাস সম্পর্কিত একটি বিশেষ সচেতনতা প্রশিক্ষণ শিবির আয়োজন করা হল।
শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বিডিও এবং ভারপ্রাপ্ত আধিকারিকরা।
আরও পড়ুনঃ ক্ষণিকের সফরে মুর্শিদাবাদে, হেলিপ্যাডেই দশ মিনিটের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর
এই শিবিরে করোনা ভাইরাস কে প্রতিহত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জেলায় কতখানি গ্লাভস এবং মাস্ক মজুত রয়েছে, জেলার দুটি সুপার স্পেশালিটি হসপিটালে আইসোলেশন রুম তৈরি হয়েছে কিনা, জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হিলি সীমান্তে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সমস্ত কিছু বিষয়েই আলোচিত হয়।
করোনা ভাইরাস প্রতিহত করার যুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ অনেকটাই কাজে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584