শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কুমারগঞ্জে যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মৃত যুবতীর পরিবারকে অনুদান দিল রাজ্য সরকার। শনিবার জেলা প্রশাসনিক ভবনে মৃত যুবতীর পরিবারের হাতে চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ।
রাজ্য সরকারের সিডিউল কাস্ট ওয়েলফেয়ার দফতর থেকে ৪,১২,৫০০ টাকার এই চেক দেওয়া হয়। মৃত যুবতীর বাবা-মা ও ভাইয়ের হাতে অনুদান তুলে দিতে উপস্থিত ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল।
আরও পড়ুনঃ অতিথিকে সিএএ-এনআরসি নিয়ে ভাবার আবেদন মুখ্যমন্ত্রীর
অপর দিকে কুমারগঞ্জ কাণ্ডে মৃতার বাড়িতে শনিবার দুপুরে এলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। অবশ্য গ্রামের বাড়িতে ঢোকার আগেই প্রশাসনের তরফ থেকে নির্যাতিতার মা ও বাবাকে সরকারি অনুদান দেওয়ার নাম করে বালুরঘাট নিয়ে যাওয়া হয়।
কার্যত ফাঁকা বাড়িতে এসে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে ফিরে যেতে হয় লকেট চ্যাটার্জিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584