নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শহীদ বিপুল রায়কে শ্রদ্ধা জানাতে সকলের নজর এখন শামুকতলার বিন্দিপাড়াতে। শহীদের মৃতদেহ সৎকারের এখনও ২৪ ঘন্টা পার হয়নি। এরই মধ্যে বিপুলের পরিবারকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে ৫ লক্ষ টাকার চেক বিপুলের স্ত্রী ও বাবার হাতে তুলে দেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই চেক প্রদান অনুষ্ঠানে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, রাজ্য ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রান ও পুনর্বাসন দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঘটনার প্রথম দিন থেকে এই শহীদ পরিবারের পাশে থাকছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুনঃ পদ্মশ্রী প্রাপকের পাশে সমাজকর্মীরা
এদিন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “আমরা এই শহীদ পরিবারের পাশে আছি। গ্রামের উন্নয়নে কি কি পরিকল্পনা নেওয়া যায় তা আমরা ভাবছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584