নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গতমাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমপান। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ঘূর্ণিঝড় আমপান তাণ্ডবের পর রাজ্য সরকারের তরফ থেকে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও অর্থসাহায্য করা হয়। কিন্তু এবার এই ত্রাণ বিলিতে অনিয়মের অভিযোগ উঠল। রাজ্যের ৪ জেলার ৫ জন বিডিওকে অনিয়মের যথাযথ কারণ দর্শানোর কথা বলে নোটিস জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
এক ঊর্ধ্বতন সরকারি কর্তা জানান, পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে, তাঁরা ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পুনর্নির্মাণের জন্যে বরাদ্দ অর্থ বা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্যে বরাদ্দ অর্থের অপব্যবহারের সঙ্গে জড়িত, তবে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলাগুলিতে দায়িত্বে থাকা ৫ বিডিও’র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তাঁরা যদি সন্তোষজনক জবাব না দিতে পারেন এবং অভিযোগ প্রমাণ হয়, তবে তাঁদের বিরুদ্ধে “কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
আরও পড়ুনঃ বদলা চান ত্বহা সিদ্দিকী
এমনও দেখা গেছে যে, ক্ষতিগ্রস্তদের তালিকায় হয় তাঁদের নাম ভুল দেওয়া হয়েছে অথবা ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড দেওয়া হয়েছে। এক আইএএস আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এটা জেনে তিনি ক্ষুব্ধ হয়েছেন যে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ২০ মে ঘূর্ণিঝড় আমপান-বিধ্বস্ত জেলাগুলিতে অসহায় মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার জন্যে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেন। কৃষক, জেলে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584