কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাজ্যঃ মুখ্যসচিব

0
138

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: 

রাজ্যে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৯ জন। সুস্থ ১৬ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার নবান্ন থেকে এই তথ্যই প্রকাশ করলেন মুখ্য সচিব রাজীব সিনহা। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১০। যদিও কেন্দ্রের দাবি, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬।

Rajiv Sinha | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ ‘আরোগ্য সেতু’-র পাল্টা ‘সন্ধানে’ অ্যাপ জানাবে রাজ্যে করোনার গতিপ্রকৃতি

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানান, গোটা পরিস্থিতি সামাল দিতে সব রকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য ৭ লক্ষ ২০ হাজার এন-৯৫ মাস্ক অর্ডার দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্ডার দেওয়া হয়েছে ১১ লক্ষ পিপিই স্যুট।

কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে ৫৬২ কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। রয়েছে ৬১ টি হাসপাতাল। নতুন করে আরও ২০ টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮৩০ জনকে। গোটা রাজ্যে এখনও পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ২ হাজার ৯৫ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here