নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির মধ্যে কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের মূল্যায়ণে অনড় থাকতে চেয়ে ইউজিসিকে চিঠি পাঠাল রাজ্য সরকার। বিকাশ ভবন সূত্রে খবর, রাজ্য সরকার স্নাতক ও স্নাকত্তোরের পরীক্ষার মূল্যায়নের জন্য যে ‘৮০-২০’ পদ্ধতি অনুসরণের অ্যাডভাইজরি দিয়েছে, তাতেই অনড় থাকতে চায় তারা।
সূত্রের খবর, চিঠির বয়ান চূড়ান্ত করার ক্ষেত্রে উপাচার্য এবং অধ্যাপক সংগঠনগুলির মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যাটাও কোনো অংশে কম নয়। এহেন পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া আপাতত অসম্ভব বলেই মনে করছে রাজ্য। পরীক্ষা বাতিলের দাবিতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য পরীক্ষার বিরোধীতা করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও ইউজিসিতে চিঠিও পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে আমন্ত্রণ মমতাকে
উল্লেখ্য, স্নাতক স্তরের শিক্ষাবর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা কোনোভাবেই আর বাতিল করা যাবে না, সোমবারের অধিবেশনে এমনই সিদ্ধান্ত নিয়েছিল উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আরও পড়ুনঃ বাতিল করা যাবে না স্নাতক স্তরের পরীক্ষা, সিদ্ধান্ত ইউজিসির
এদিন ইউজিসি-র তরফে আরও জানানো হয়েছিল যে, অনলাইন বা অফলাইন পদ্ধতি বা দুই পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে পরীক্ষা নিতে হবে। বিকল্প শিক্ষাবর্ষ তৈরির পাশাপাশি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শেষ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584