নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির করোনা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিনিধি দল এসে শালবনির করোনা হাসপাতালের পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখে যান ।
এরপর শালবনির করোনা হাসপাতালের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। শালবনির করোনা হাসপাতলে নতুন পাঁচজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল। তিনি বলেন, ওই পাঁচ জন চিকিৎসকের মধ্যে তিনজন সিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।
আরও পড়ুনঃ আগামী বছরের মাধ্যমিক সিলেবাস কমানোর প্রস্তাব জমা স্কুল শিক্ষা দফতরে
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচির ঘোষণা কোচবিহার জেলা যুব তৃণমূলের
সেই সঙ্গে তিনি বলেন মৃতদেহ সংরক্ষণের জন্য চালু করা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ কুলার চেম্বার। করোনা রোগীর মৃত্যুর পর তা প্রয়োজনে সংরক্ষণ করে রাখা হবে ওই কুলিং চেম্বারে। এছাড়াও কোন মৃত রুগীর ময়না তদন্তের প্রয়োজন হলে চেম্বারে সংরক্ষণের জন্য রাখা যাবে। তাই শনিবার থেকে শীততাপ নিয়ন্ত্রিত চারটি কুলার চেম্বার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন যে শালবনির ওই করোনা হাসপাতালের পরিকাঠামোকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা প্রয়োজন জেলা স্বাস্থ্য দফতর থেকে তার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ওই করোনা হাসপাতালে ভালোভাবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে আর কোন সমস্যা নেই বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584