এনআরসি নিয়ে অমিত শাহ-নরেন্দ্র মোদী দ্বিচারিতা করছেন, অভিযোগ চন্দ্রিমার

0
30

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সর্ব ভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে ফালাকাটার কমিউনিটি হলে শনিবার একটি রাজনৈতিক কর্মশালায় যোগ দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলতঃ ফালাকাটা বিধানসভার উপ-নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে নেমেছে তৃণমূল কংগ্রেস।

নিজস্ব চিত্র

শনিবারের ওই কর্মশালায় উপস্থিত ছিলেন তৃণমূলের ১৩ টি সাংগঠনিক অঞ্চলের মহিলা প্রতিনিধিরা।কমপক্ষে এক হাজার মহিলা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করে ফালাকাটা বিধানসভা পুনরায় দখলে রাখতে নতুন করে অক্সিজেন পেলো শাসক দল। ভিড়ে ঠাসা ওই কর্মশালায় চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

নিজস্ব চিত্র

এদিন বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যে শিশু ও নারী কল্যানের ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক কি কি ধরনের ভূমিকা নিয়েছে।এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। সরব হন এনআরসি ও সিএএ-র বিরোধিতায়।

চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব চিত্র

তিনি সাফ জানিয়ে দেন যে কোনো মূল্যেই রাজ্যে এনআরসি লাগু করতে দেওয়া হবে না।বরং শরনার্থীরা এলে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে।এনআরসি নিয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদী দ্বিচারিতা করছেন বলেও অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here