মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্যস্তরে উসুর আসর বসলো কোচবিহারে। বুধবার কোচবিহার নেতাজী সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে এই আসর বসে। দুদিনব্যাপী রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতার বুধবার উদ্ধোধন করেন উসু অ্যাসোসিয়েশন ওফ ওয়েস্টবেঙ্গলের রাজ্য সম্পাদক শম্ভু শেঠ। ছিলেন কোচবিহার উসু অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সত্যেন বর্মন।
এই ক্রীড়া কর্মসূচিতে উত্তরবঙ্গের ৮ টি জেলাসহ মোট ১৬ টি জেলা অংশ নেয়। “ওয়েস্টবেঙ্গল স্টেট জুনিয়ার উসু চাম্পিয়ানশিপ” এই খেলায় অংশ নিয়েছে প্রায় ৪৫০ জন প্রতিনিধি। এই ক্রীড়া আসরকে ঘিরে উদ্মাদনা লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে। এখানকার সফল প্রতিযোগীরা সর্বভারতীয় প্রতিযোগিতায় সুযোগ পাবে বলে জানান কোচবিহার উসু অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সত্যেন বর্মন।
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান
উসু চিনের জাতীয় খেলা হলেও বাংলা তথা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এর প্রচলন ছিল না বলেই চলে, কিন্তু বর্তমানে এর প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলার ক্রীড়াক্ষেত্রে। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়েও এর চর্চা চলছে। আত্মরক্ষার ক্ষেত্রেও উসু একটা বড় ভুমিকা পালন করে। তাই উসুকে নিয়ে আগ্রহ বাড়ছে সাধারন ছাত্রছাত্রীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584