পিয়ালী দাস,বীরভূমঃ
‘এটা মুখ্যমন্ত্রীর অপদার্থতা যে, এখনও মস্তান অনুব্রতর মাথায় হাত রেখে দিয়েছেন।’এই ভাষাতেই মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন সি.পি.আই(এম) নেতা সুজন চক্রবর্তী। পাশাপাশি বিজেপি-কে ও রামমন্দির ইশুতে কটাক্ষ করেন তিনি।আজ রামপুরহাটে একটি পদযাত্রার আয়োজন করেছিল বামফ্রন্ট।ওই পদযাত্রায় যোগ দিয়েছিলেন সুজন চক্রবর্তী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য সি.পি.আই(এম) নেতারা।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে আজ তারাপীঠ থেকে বামফ্রন্টের মিছিল শুরু হয়। মিছিলে যোগ দেওয়ার আগে সি.পি.আই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, “বিজেপি মানুষের মধ্যে বিভাজন এবং অসভ্যতার রাজনীতি করছে আর এরাজ্যের সরকার কার্যত তা প্রশ্রয় দিচ্ছে। বাংলার একটা ঐতিহ্য আছে।সম্প্রীতির ঐতিহ্য। সেখানে উনি (নরেন্দ্র মোদি) রাম মন্দির আর ইনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সূর্য মন্দির তৈরি করছেন। কী মানে হচ্ছে এসবের? উনি রাম মন্দিরের জন্য লড়ে যাচ্ছেন আর ইনি দিঘাতে জগন্নাথের মন্দির করবেন বলে ঠিক করেছেন।লোক পেটে ভাত চায়, কাজ চায়। সেসব বাদ দিয়ে এই অসভ্যতা। এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে চায়।”
সুজন চক্রবর্তী আরও বলেন,”এটা মুখ্যমন্ত্রীর অপদার্থতা যে, তিনি এখনও অনুব্রতর মত মস্তানের মাথায় হাত রেখে দিয়েছেন। অনুব্রত মানুষ নাকি? যেমন দিলীপ ঘোষ তেমনই অনুব্রত মণ্ডল। ওঁদের জোট খুব ভালো। পুলিশের ঘেরাটোপের বাইরে চলতে পারছে অনুব্রত? জেড ক্যাটাগরি। মানুষের উপর এদের ভরসা নেই, মানুষ এদের ভরসা করে না।”
অন্যদিকে বীরভূমের তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন ,’ওরা পাগল হয়ে গেছে, ওদের তীর্থ করতে যাওয়া উচিত।’
আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বিরোধীশূন্য করার ডাক শুভেন্দু অধিকারীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584