নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্য লীগ টুর্নামেন্ট জয়ী ফুটবল প্রেমী বাপ্পা, চাকরির অপেক্ষা ছেড়ে শেষমেশ ব্যবসার পথে! বয়স তখন সবে ৮ বছর, চোখে একরাশ স্বপ্ন আর ফুটবল খেলার প্রতি অগাধ ভালবাসা। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, ফুটবলে সেরা স্ট্রাইকার হিসেবেই পরিচয় পায় মুর্শিদাবাদের ছেলে সেলিম আক্তার বাপ্পা।
ছাত্র জীবনেই সুযোগ পায় মুর্শিদাবাদের বহরমপুর হিন্দ ক্লাবে। তারপর টানা ২০ বছর রাজ্য লীগ টুর্নামেন্ট খেলেন তিনি। তারপর কলকাতার মাটিতে এই স্ট্রাইকার বাপ্পার পরিচয়ে খ্যাতি লাভ পায়। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশনে নিজের জায়গা করে নেয় ফুটবল প্রেমী সেলিম আক্তার বাপ্পা।
খেলার জীবনে খ্যাতি লাভ করলেও নিজের প্রেম জীবনের প্রত্যাহার তাকে মানসিক দুর্বল করে দেয়। বেশ কিছুদিন খেলা থেকে দুরত্ব বজায় রাখার পর শেষে আবার তিনি ফিরে আসেন নিজের ফুটবল খেলার জগতে।
কোন প্রাকটিস ছাড়াই শুধুমাত্র দর্শকদের উৎসাহে মাঠে নেমে চ্যালেঞ্জের টুর্নামেন্ট জিতিয়েছেন বহুবার। পাশাপাশি ফের টানা তিন বছর কলকাতার নর্থ ইন্টালী হয়ে খেলে অবসর নেন তিনি।
ফুটবল খেলায় বহু শিল, কাপ, ট্রফি, মেডেল ও সার্টিফিকেট থাকলেও সরকারি চাকরি পাওয়ার দুশ্চিন্তা তাকে নিস্তার দেয়নি। অবশেষে সরকারি চাকরির অপেক্ষা থামিয়ে নিজের বাবার ব্যবসার হাল ধরতে বাধ্য হয়েছেন ফুটবল প্রেমী সেলিম আক্তার বাপ্পা।
আরও পড়ুনঃ একঘরে হয়েছিল আদিবাসী পরিবার, পাশে দাঁড়ালেন বীরভূমের ‘দাবাং’ এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠি
তবে এখানেই শেষ নয় তিনি যেমন খেলার মাঠে দর্শকদের বিনোদন দিয়েছেন, দিয়েছেন খেলোয়াড়দের নেতৃত্ব। ঠিক তেমনি তিনি আগামী দিনে মানুষের কাজ করার চিন্তা ভাবনা মাথায় আনেন। এবং তার জন্য তিনি আগামীদিনে রাজনীতি করার ইঙ্গিত দিয়েছেন। কেননা মানুষের কাজ করার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম রাজনীতি বলে মনে করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584