সুন্দরবন বিষয়ক রাজ্য স্তরীয় আলোচনাসভা

0
215

নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ

আজ ভূগোল ও পরিবেশ পত্রিকা গোষ্ঠী ও পূর্বাশা ইকো হেল্পলাইন সংস্থার আয়োজনে কলকাতার সাউথ ক্যালকাটা গার্লস কলেজের ভূগোল বিভাগের সহযোগিতায় কলেজের সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল একটি এক দিবসীয় সুন্দরবন বিষয়ক রাজ্যস্তরীয় আলোচনাসভা।

সুন্দরবনের বিলুপ্ত প্রায় পার্পেল হেরন পাখি।ফাইল চিত্র

কলেজের পক্ষ থেকে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ড. অপর্ণা দে ও ভূগোল বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দসহ আহ্বায়ক অধ্যাপিকা সুস্মিতা মণ্ডল।উক্ত আলোচনা সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ তথা রায়দিঘি কলেজের ভূগোলের অধ্যাপক সনৎকুমার পুরকাইত। তাঁর বক্তব্যের বিষয় ছিল,“ভারতীয় সুন্দরবনের প্রাকৃতিক প্রতিবন্ধকতা- একটি ভূপরিবেশগত দৃষ্টিভঙ্গি।” যা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে সুন্দরবনের পরিবেশ নিয়ে বিজ্ঞানসম্মত এক নতুন চেতনা তুলে ধরে।সাথে সাথে তিনি তাঁর সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে বর্তমান কিশোর ছাত্র সমাজের কাছে ভূগোল ও পরিবেশ মানবসভ্যতার বিকাশে কি কি ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করেন। বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ পত্রিকার সম্পাদক তথা শিক্ষক উমাশঙ্কর মণ্ডল মহাশয়।তিনি সুন্দরবনের আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন অডিওভিজুয়াল বক্তৃতার মাধ্যমে। পত্রিকার সম্পাদক উমাশঙ্কর মণ্ডল স্বাগত ভাষণে বলেন সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মকাণ্ড একেবারে বুনিয়াদি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়স্তরে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী।সমগ্র অনুষ্ঠানের জন্য ভূগোল ও পরিবেশ এর টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত শিক্ষাব্রতী মানুষ।শ্রী মণ্ডল আরও বলেন আগামিদিনে এই ধরনের আলোচনাচক্র বেশী করে যাতে আয়োজন করা যায় তিনি চেষ্টা করবেন।

ফাইল চিত্র

আলোচনাসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য প্রলয় হালদার। আলোচনার শুরুতেই ভূগোল ও পরিবেশ পত্রিকার আগামী ‘সুন্দরবন’শীর্ষক সংখ্যা নিয়ে আলোচনা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি একদল তরুন গবেষক ও শিক্ষকেরা উপস্থিত থেকে এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করতে যথাযথ ভূমিকা পালন করেন।

আরও পড়ুনঃ উজ্জ্বলায় রেকর্ড কুঞ্জনগর বীট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here