নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দুই দফায় বৈঠক করেন রাজ্যের মন্ত্রী তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মলয় ঘটক। প্রথম দফার বৈঠকের পর স্ক্রিনিং কমিটি গড়ে দেন পর্যবেক্ষক মলয় ঘটক।

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সুত্রে জানা গেছে, এই কমিটিতে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্যোপাধ্যায়, আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিষ দত্ত, দলের জেলা মহিলা সভানেত্রী দীপিকা রায়, আলিপুরদয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমর ভট্টাচার্য্য রয়েছেন। এই স্ক্রিনিং কমিটি আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডের সামগ্রীক পরিস্থিতি নিয়ে দলকে রিপোর্ট দেবে। খুব তাড়াতাড়ি এই রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে মলয় বাবু বলেন, “এদিন বৈঠকে তেমন কোন সিদ্ধান্ত হয়নি। ফালাকাটা বিধানসভা নিয়ে বৈঠক করব। সেই কারনে জেলা কার্যালয়ে ঢুকে নেতা কর্মীদের সঙ্গে কথা বলে গেলাম। পুরভোট নিয়ে তেমন কোন সিদ্ধান্ত হয়নি।”

আরও পড়ুনঃ ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
উল্লেখ্য এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মলয় ঘটক প্রথমে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুর এলাকার কর্মী ও নেতাদের নিয়ে বৈঠক করেন।
এই বৈঠকে পুরসভার ওয়ার্ডগুলোর পরিস্থিতি শোনেন মলয় বাবু। এই বৈঠকে সংগঠনের জেলা স্তরের সব নেতারাই উপস্থিত ছিলেন। এর পর মলয়বাবু আলাদাভাবে দলের নেতাদের নিয়ে আলাদা একটি বৈঠক করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584