Post Poll Violence: হাইকোর্টের সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত পক্ষপাতদুষ্ট হতে পারে, সে আশঙ্কায় শীর্ষ আদালতে মামলা দায়ের করল রাজ্য সরকার।

Supreme Court

ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি কর্মীকে গণধর্ষণের। এই অভিযোগের তদন্তে সিবিআইয়ের ৩ সদস্যের দল যায় খেজুরিতে। বীরভূমের সিউড়িতে জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের দল।

এছাড়াও নদিয়ার চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। ফের পৌঁছল সিবিআই।অভিযোগ রয়েছে, ৫ মে পূর্ব মেদিনীপুরের খেজুরির মালদা গ্রামে বিজেপি কর্মীকে গণধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ, শুধু তাই নয় তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয় বলেও অভিযোগ। সেখানেও যায় সিবিআই-এর গোয়েন্দা দল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল মুকুল রায়কে

এভাবেই গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাগুলির তদন্তে জেলায় জেলায় গিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু সিট এর দেখা নেই বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মামলাকারীদের একটি অংশ, এমনকি আদালত অবমাননার রুল জারির আবেদন করেন এক মামলাকারী। সেই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, সিট কাজ করছে না, এ বিষয়ে আদালত ওয়াকিবহাল এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here