প্রাথমিক স্কুলের শিক্ষিকার বদলি রুখতে রাজ্য সড়ক অবরোধ পড়ুয়া-অভিভাবকদের

0
26

মনিরুল হক, কোচবিহারঃ

 

প্রাথমিক স্কুলের বিদ্যালয়ের সহ শিক্ষিকার বদলি রুখতে রাজ্য সড়ক অবরোধ করল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। শুক্রবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের শিশুশিক্ষা নিকেতন ভেকসিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মাথাভাঙ্গা-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে। ওই পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশ এসে ছাত্রছাত্রী ও অবিভাবকরাদের সাথে কথা বলে ও আশ্বাস দিলে রাজ্য সড়কের পথ অবরোধ তুলে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

 

protect | newsfront.co
অবরোধ। নিজস্ব চিত্র

 

এদিন বিক্ষোভরত এক অভিভাবক জানান, শিশুশিক্ষা নিকেতন ভেকসিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্মিতা তরফদারকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি স্কুলের মধ্যে ভাল শিক্ষিকা ছিলেন। ছাত্র-ছাত্রীদের তিনি খুব ভালবাসতেন। যদি ওই শিক্ষিকাকে বদলি থেকে ফিরিয়ে না আনা হয় তাহলে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠাব না।

 

আন্দোলনরত ওই বিদ্যালয়ের ছাত্রী মনীষা বর্মন বলেন, স্মিতা দিদিমণিকে কি কারনে স্কুল থেকে সরানো হয়েছে তা আমরা এখন পর্যন্ত কিছু জানি না। আমরা স্মিতা দিদিমনির কিছুতেই বদলি মানব না। যতদিন বদলি প্রত্যাহার করা না হবে ততদিন আমরা স্কুল করবো না এবং মিড-ডে-মিল খাব না। আমরা সেই কারনে আজ এই রাজ্য সড়ক অবরোধ করেছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল রায় বলেন, ২৪ শে ডিসেম্বর শিক্ষিকা স্মিতা তরফদারের বদলির আদেশের একটি চিঠি পেয়েছি। কি কারনে ওনার বদলি হলো আমার জানা নেই। শিক্ষিকা হিসেবে বিদ্যালয় জন্য উনি যথেষ্ট সাহায্য করতেন। তার বদলির কথা শুনতেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আন্দোলনে নামেন।

 

যদিও স্থানীয় মানুষের একাংশ মনে করছে এধরনের আন্দোলন করে আঁখেরে শিশুদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে স্কুলে তালা থাকায় পঠন পাঠন ব্যবস্থায় ঘাটতি দেখা দিচ্ছে। একি সাথে শিশুদের এভাবে আন্দোলন মুখো করে ঠিক করছে না কিছু অভিভাবকরা।

আরও পড়ুনঃসাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার বাম সংগঠনের

যদিও এবিষয়ে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “সরকারী নিয়ম অনুযায়ী ওই শিক্ষিকাকে বদলি করা হয়েছে। এনিয়ে বিক্ষোভ দেখানোর কোনও মানে নেয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here