রায়গঞ্জে রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

0
50

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও উত্তর দিনাজপুর জেলা যোগা অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জ রবীন্দ্র ভবনে শুরু হল ৩৮ তম পশ্চিমবঙ্গ রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

নিজস্ব চিত্র

ন্যাশনাল যোগা প্রতিযোগী নৈমিশা মান্না প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করান। স্কুল শিক্ষিকা নৈমিশা মান্না পরবর্তী প্রজন্মের উদ্দ্যেশে বলেন, প্রতিদিন নিয়ম করে বাড়িতে বা অন্য কোথাও যোগাসন করলে কোনও ওষুধের ব্যবহার ছাড়াই রোগমুক্তি ঘটবে৷

রাজ্য যোগাসন প্রতিযোগীতার অন্যতম উদ্বোধক রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডঃ প্রদ্যুৎ ঘোষ বলেন, দেশের বিভিন্ন রাজ্যে যোগাসন নিয়ে বিভিন্ন কর্মকান্ড শুরু হলেও দুর্ভাগ্যবশত এরাজ্যে তেমন কোনও উদ্যোগ এখনও লক্ষ্য করা যায়নি।

৩৮ তম পশ্চিমবঙ্গ রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, যোগা অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক ডঃ প্রদ্যুৎ ঘোষ, রাজ্য সহ সভাপতি দীপক রায়, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুব্রত সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here