তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের ব্যবস্থ্যাপনায় ৩৮তম রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে কলকাতার সৌম্যদ্বীপ সাউ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় শুভমিতা মন্ডল। গত ৫-৬ ই জানুয়ারী এই প্ৰতিযোগীতা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ রবীন্দ্র ভবনে। এই যোগাসন প্রতিযোগীতায় মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৮-১৪ বিভাগে সাব-জুনিয়ার মহিলা বিভাগে প্রথম শ্রী স্বিতা চেন, দ্বিতীয়-অনন্যা মুখার্জি, তৃতীয়-অদিতি যাদব।সাব-জুনিয়ার পুরুষ বিভাগে প্রথম-শায়ন কর, দ্বিতীয়-রিপন বল, তৃতীয়-সুদীপ শেঠ। জুনিয়ার মহিলা বিভাগে প্রথম-শুভমিতা মন্ডল, দ্বিতীয়-বৈশাখী মন্ডল এবং তৃতীয়-শ্রেয়া ধং।পুরুধ জুনিয়ার বিভাগে প্রথম-সৌম্যদ্বীপ সাউ, দ্বিতীয়-বিনোদ চৌধরী, তৃতীয়-রিতেশ্বর মন্ডল।সিনিয়র মহিলা বিভাগে প্রথম-মুনমুন পাল, দ্বিতীয়-রাখি সাতরা এবং তৃতীয়-রিয়া হালদার। সিনিয়ার পুরুষ বিভাগে প্রথম-সুজন আলম, দ্বিতীয়-বিকাশ ঠাকুর ও তৃতীয়-জয়ন্ত মণ্ডল।৩০-৪০ ভ্যাটারেন বিভাগে মহিলা বিভাগে প্রথম-মনীষা মান্না, দ্বিতীয়-অঞ্জলি ব্যানার্জী এবং তৃতীয়-মৌসুমী চক্রবর্তী। পুরুষ বিভাগে প্রথম-রোশন সিংহ, দ্বিতীয়-নীলকমল সরকার এবং তৃতীয় হন-সুমন্ত সাহা। মহিলা ভ্যাটরেন ৪০-৫০ বিভাগে প্রথম-কৌতুকি দে, দ্বিতীয়-কল্যাণী দত্ত রায় এবং তৃতীয়-রীনা সেন। পুরুষ বিভাগে প্রথম-শান্ত দাস, দ্বিতীয়-অতনু মন্ডল এবং তৃতীয় হন গৌতম হাজরা।
জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার জানান এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার রাজ্য সম্পাদক অলক গুহ, উত্তর দিনাজপুর জেলা যোগাসন অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার, সংস্থার সভাপতি নিখিল চক্রবর্তী এবং রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল হক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584