‘যেখানে আছেন, সেখানেই থাকুন’ যুক্তরাষ্ট্রে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের বার্তা দূতাবাসের

0
37

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

মার্কিন মুলুকে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের প্রতি ভারতীয় দূতাবাসের বার্তা যেখানে আছেন সেখানেই থাকুন।এই মুহূর্তে আমেরিকা যুক্ত রাষ্ট্রে আনুমানিক ২৫০০০০ জন শিক্ষার্থী আটকে রয়েছেন। গোটা বিশ্বে করোনায় সব থেকে বেশি মৃত্যু এখন আমেরিকায়।

Stay safe | newsfront.co
প্রতীকী চিত্র

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আমেরিকায় ৫৩০০০০ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষের। বন্ধ রয়েছে আমেরিকার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হোস্টেল গুলো । ফলে ভোগান্তিতে ভারতীয় শিক্ষার্থীরা ।

আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘের ‘তকমা আঁটা’ মন্তব্যে বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতের

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাধু ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ৫০০ জন শিক্ষার্থীকে নিয়ে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশন করেন। এই লাইফ সেশনে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতের সমস্ত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস এবং জানানো হয়েছে মার্কিন সরকারের সাথে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত সমস্ত আলোচনা করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে। আপাতত তারা যে যেখানে আছেন যেন সেখানেই থাকেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here