সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
রায়দিঘীর রাধাকান্তপুর সারদাচরণ হাইস্কুলে চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, আজ সকালে ছেলেদের টিউশনি পড়াতে যাওয়ার পথে স্থানীয় এক যুবক রাজু হালদার প্রথম দেখতে পান– স্কুলের মেন গেট ভাঙা।
ভিতরে ঢুকে বুঝতে পারেন স্কুলে চুরি হয়েছে। তিনিই প্রথম খবর দেন প্রধান শিক্ষক দেবাশিস সরকারকে। কিছুক্ষণের মধ্যেে স্কুলে চলে আসেন তিনি। এরপর খবর দেওয়া হয় রায়দিঘী থানায়।
আরও পড়ুনঃ সিউড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার মোবাইল
প্রধান শিক্ষক দাবি করেছেন প্রায় নগদ পঞ্চাশ হাজার টাকা স্কুল থেকে চুরি হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ছড়িয়ে গিয়েছে চোর। ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘী থানার পুলিশ। এই নিয়ে রায়দিঘীতে স্কুলচুরির ঘটনা ঘটল আট বার।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584