পিয়ালী দাস, বীরভূমঃ
ফের চুরির ঘটনা বীরভূমের সিউড়িতে। এবার ঘটনাস্থল সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজারে। কলকাতায় থাকা এক আত্মিয়ের মৃত্যু সংবাদ শুনে কলকাতায় গিয়েছেন হাটজন বাজারের বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুকুমার মালাকার। আর বাড়িতে না থাকার সুযোগ নিয়েই হাতসাফাই চোরেদের। গতকাল রাত্রে বাড়ির দরজা ভেঙে বাড়ি ভেতর প্রবেশ করে চোরের দল, বাড়ি থেকে চুরি করা হয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী। সোনার গয়না ও নগদ টাকা । এছাড়াও চুরি গিয়েছে ফ্রিজ, টিভি, ফ্যান, গ্যাসের সিলিন্ডার এমনকি ছাড়েনি বাড়িতে থাকা সাইকেল । বলা যেতে পারে বাড়িতে থাকা সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। আজ সকালে স্থানীয় এক বাসিন্দা বাড়ির পাশে ফুল গাছে ফুল তুলতে গিয়েছিলেন, হঠাৎই দেখতে পান বাড়ির দরজা ভাঙা। প্রতিবেশীদের নিয়ে বাড়িতে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। ওই বাসিন্দার মতে গতকাল রাত্রে চুরি করা হয়েছে সমস্ত কিছু। কে বা কারা পাড়ার ভেতর জনবহুল এলাকায় এই ভাবে চুরি করল এটা ভেবেই আতঙ্কে আছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলছে এটাই প্রথম নয় বারবার সিউড়িতে বিভিন্ন জায়গায় ঘটছে চুরির ঘটনা। আমাদের নিরাপত্তা কোথায়। যেভাবে চুরি করা হয়েছে তাতে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে চুরি করেছে চোর, কিন্তু তা সত্ত্বেও পুলিশের নজরে এলো না কেনো। রাতের দিকে যদি পুলিশি টহলদারি করা যায় তাহলে এমন ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ দারিভিট কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের ডিজির গুরুত্বপূর্ন বৈঠক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584