হরষিত সিং, মালদহঃ
সাত দিনের মাথায় যুবক খুনের কিনারা করল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ।দাদাকে খুনের অভিযোগে সৎ ভাই সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি ইটভাটা এলাকায় শিশির মন্ডল নামে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগের ভিত্তিত্বে মৃত্যুর কিনারা করতে তদন্ত শুরু করে ইংরেজবাজ থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, শিশির মন্ডল কে খুন করার মূল অভিযুক্ত সমীর মন্ডল।সে সম্পর্কে মৃতের সৎ ভাই। এর পাশাপাশি আরও দুই দুষ্কৃতী সঞ্জয় রবিদাস, ও তন্ময় মধু কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরো জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ের কারণে শিশির মন্ডলকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করেছে তার সৎ ভাই সমীর। তাদের জিজ্ঞাসাবাদ করে, মাটি খুঁড়ে একটি সেভেন এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ জুয়ার ঠেকের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কলেজ পড়ুয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584