শরীয়তুল্লাহ সোহন,ওয়েব ডেস্কঃ
পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ মা! প্রতিটি সন্তানের নিরাপদ আশ্রয়স্থল তাঁর মায়ের কোল। কিন্তু মা যদি হয় সৎ, তাহলে কতটা নিরাপদ থাকবে সন্তান? এই নিয়ে বহু প্রশ্ন সমাজে। এমন এক মামলায় কর্ণাটক হাইকোর্ট জানালো সৎ মায়ের কাছে সন্তানরা নিরাপদ নয়।
এক বাবা ও এক মায়ের সন্তানের অধিকার নিয়ে এক মামলা দায়ের হয় কর্ণাটক হাইকোর্টে। সেই দায়ের হওয়া মামলায় সন্তানের পাওয়ার পুরোপুরি অধিকার ছিল বাবার। কিন্তু কোর্ট পুরো উল্টো পথে হেঁটে রায় দিয়েছেন মায়ের পক্ষে। কারণ বাবা পুনরায় বিবাহ করছেন। আর সৎ মায়ের কাছে সন্তান নিরাপদ নয় এই কারণ দেখিয়ে সন্তানকে নিজ মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন কোর্ট।
বেঙ্গালুরুতে জমা পড়া এক পিটিশনের ভিত্তিতে এমন রায় দিয়েছেন বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত। মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানান , “ওই ব্যক্তি সন্তানের অধিকার পাবে না।”
আরও পড়ুনঃ বিহারে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত ৫, আহত ৬
যদিও সন্তানের বাবার দাবি ছিল তিনি আর্থিকভাবে সচ্ছল এবং সন্তানকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে বড় করে তুলতে তিনি পুরোপুরি সক্ষম। কিন্তু আদালত জানায় এইসব যুক্তি মাতৃত্বের সামনে প্রযোজ্য নয়। বিশেষ ভাবে উল্লেখ্য ওই ব্যক্তি একই আবেদন নিয়ে পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিল। সেখানেও তাঁর বিপক্ষে রায় দিয়েছিল পারিবারিক কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584