ওয়ার্নারের অভাব টের পাওয়া যাবে বলছেন স্মিথ

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

একের পর এক চোট। ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণটা হয়তো তাদের ব্যাটিং। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়া দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

cricketer | newsfront.co

ওপেনার ডেভিড ওয়ার্নার চোটের জন্য প্রথম টেস্ট খেলতে পারবেন না। জো বার্নস ফর্মে নেই। অনুশীলন ম্যাচে তরুণ ওপেনার উইল পুকোভস্কির মাথায় বল লাগায় তিনিও প্রথম টেস্টে নিশ্চিত নন। এমন অবস্থায় জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের সামলাতে অস্ট্রেলিয়া তাকিয়ে রয়েছে এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথের দিকেই। এই প্রসঙ্গে স্মিথ বলেছেন, “আমাদের দলের ব্যাটিং গভীরতা পরীক্ষার মুখে পড়বে।

আরও পড়ুনঃ মারাদোনার পর এবার চলে গেলেন আর এক বিশ্বকাপ নায়ক পাওলো রোসি

ওয়ার্নার নেই, তরুণ ব্যাটসম্যানরা দলে আসছে। বড় পরীক্ষা আমাদের সামনে। ভারত গতবার এখানে জিতেছিল। ওদের আক্রমণ সামলানো বেশ কঠিন হবে।“ ওয়ার্নার না থাকায় স্মিথ কি ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসবেন? তিনি জানান,”আমি ৩ নম্বরে ব্যাট করতে রাজি আছি। ৩ হোক বা ৪ আমার ব্যাট করতে অসুবিধা নেই।“

গতবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। তবে সেই বার ওয়ার্নার এবং স্মিথ দু’জনেই ছিলেন না। বল বিকৃতির অভিযোগে তাঁদের দল থেকে নির্বাসিত করা হয়। ফিরে এলেও অধিনায়কত্ব এখনও ফিরে পাননি স্মিথ। সাদা বলের ক্রিকেটে অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে দেখা যায় ম্যাথু ওয়েডকে নেতৃত্ব দিতে। স্মিথ বলেন, “এখন টিম পেন (টেস্ট দলের অধিনায়ক) এবং ফিঞ্চ নিজেদের দায়িত্ব ভাল ভাবে সামলাচ্ছে। আমি যা করছি তাতেই খুশি।“

আরও পড়ুনঃ দল গোল পেলেই সব ছবি বদলাবে বলছেন ফাউলার

ভারতের বিরুদ্ধে স্টিভ স্মিথের পারফরম্যান্স সত্যিই নজরকাড়ার মত। টি-২০ সিরিজে খুব একটা কিছু না করতে পারলেও ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি করে ভারতকে হারাতে বড় ভূমিকা নেন বিস্ফোরক অজি ওপেনার তার ও স্মিথের অনুপস্থিতি তে গতবার কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথমবার দেশে র মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারে অস্ট্রেলিয়া

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here