অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম দুই টেস্টের ব্যর্থতা কাটিয়ে সিডনিতে কথা বলল স্টিভ স্মিথের ব্যাট। করলেন দুর্দান্ত শত রান একই সঙ্গে তৈরি হল রেকর্ডও।
এদিন তিনি প্রাক্তন অস্ট্রেলিয়ার কিংবদন্তিব্যাটসম্যান রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন দুই তারকা ভিভিয়ান রিচার্ডস ও গ্যারি সোবার্সকে ছুঁলেন ।
এদিন শত রান করে টেস্ট ক্রিকেটে ২৭টি শতরানের মালিক হলেন তিনি স্টিভ স্মিথ ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটারের ক্লাবে প্রবেশ করেছেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে আটটি শতরান করলেন।
আরও পড়ুনঃ গিলের ইনিংসে লড়াই ভারতের
পন্টিং, ভিভ ও সোবার্সও সেটাই করেছেন তাঁদেরও আছে আটটি করে শত রান। ভারতের বিরুদ্ধে ২৫টি ইনিংস খেলে আটটি শতরান করলেন। একই সঙ্গে আর একটি নজির গড়লেন স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্রুততম ২৭টি শত রান করলেন ১৩৬তম ইনিংস খেলে স্যার ডন করেছিলেন ৭০টি ইনিংসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584