অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতের প্রথম টেস্ট শুরুর আগে চিন্তা বাড়লো টিম অস্ট্রেলিয়ার। চোট সমস্যায় জর্জরিত অজিরা। এবার তারইমধ্যে অ্যাডিলেডে প্রথম টেস্টের দু’দিন আগে স্টিভ স্মিথের চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হল। নেটে মাত্র ১০ মিনিট কাটালেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান।
বৃহস্পতিবারই থেকে অ্যাডিলেডে শুরু গোলাপি বলের টেস্ট। চোট থাকায় প্রাথমিকভাবে ওয়ার্ম-আপ এবং ফিল্ডিং অনুশীলন করেন স্মিথ। কিন্তু ১০ মিনিট পরেই সাপোর্ট স্টাফদের ডেকে নেন। তারপর ড্রেসিংরুমে চলে যান। তাঁকে বাঁ-হাত নাড়াতে দেখা যায়। এখন ফিজিওরা দেখবেন চোট কতটা গুরুতর!
আরও পড়ুনঃ বিরাটকে রাগাতে বারণ করছেন ফিঞ্চ
এর আগে ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগর, মিচেল স্টার্ক, জোস হেজেলউড, মোজেস হেনরিকস, উইল পুকোভস্কি, ক্যামেরুন গ্রিন, শন অ্যাবট-সহ অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড় চোট পেয়ে প্রথম টেস্টে অনিশ্চিত ।
আরও পড়ুনঃ ঋদ্ধি-পন্থ কে খেলবে বলা কঠিন বলছেন হনুমা
তারওপর স্মিথ না থাকলে সেটা আরও বেশি চাপ হবে শেষবার অজিরা তাঁদের ঘরের মাঠে প্রথম বার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারে স্মিথ তখন বল বিকৃত করে নির্বাসনে ছিলেন। জো বার্নসকে তার বিকল্প হিসেবে রাখা হচ্ছে যদিও অস্ট্রেলিয়া শিবির আশাবাদী গুরুতর নয় ব্যথা স্মিথ থাকবেন প্রথম টেস্টে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584