বিরাটের স্ত্রীর পাশে দাঁড়ানোকে সমর্থন স্মিথের

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়ার দীর্ঘ সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলা শেষ হয়ে গেছে টিম ইন্ডিয়ার। ওয়ানডে সিরিজে ভারত ১-২ ব্যবধানে হারলেও টি-২০ সিরিজে অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে দুরন্ত প্রতিশোধ নিয়েছে। এবার শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ৪ ম্যাচের টেস্ট সিরিজের লড়াই।

IND AUS match | newsfront.co

আডিলেডে গোলাপী বলে দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত- অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তবে এই পুরো টেস্ট সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুনঃ ঘোষিত ভারত ইংল্যান্ড সূচি গোলাপি টেস্ট আহমেদাবাদেই

ইতিমধ্যেই অনেক প্রাক্তন ক্রিকেটার বিরাটের এই পিতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে বিভিন্ন মত দিয়েছেন। কেউ এর পক্ষে গিয়েছেন, আবার কেউ বিরাটের বিরোধিতাও করেছেন। এবার এই পিতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

আরও পড়ুনঃ হায়দ্রাবাদকে হারানোর ব্যাপারে আশাবাদী হাবাস

স্মিথ বিরাটকে সমর্থন করে বলেছেন, “বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়তো অনেক ক্ষতি হবে কিন্তু প্রথম সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকা উচিৎ বিরাটের। আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে কোহলি খুবই পছন্দ করেন। ও সবসময় আমাদের বিরুদ্ধে ভালো খেলে তবুও বলবো এই সময় পরিবারের পাশে থাকা উচিৎ বিরাটের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here