হরষিত সিংহ, মালদহঃ
বামেদের জেল ভরো আন্দোলনে আহত হলেন বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশকর্মীরা।জেল ভরো আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ,মালদহ শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিক্ষোভ মিছিল শুরু হয়। এদিনের এই আইন অমান্য আন্দোলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার বাম কর্মী সমর্থক উপস্থিত হন।মিছিল আটকাতে শহরের তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করে পুলিশ।
শহরের রাজ হোটেল মোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত তিনটি ব্যারিকেড ভেঙে দেয় বিক্ষোভকারীরা। প্রশাসনিক ভবন চত্বরে পুলিশ বাহিনী তাদের মিছিল আটকায়। সেখানেই আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় বলে পুলিশের অভিযোগ। আন্দোলনকারীদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ। লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়।আহত হয় মহিলা ও পুরুষ পুলিশের কয়েকজন।এরপর পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের গ্রেফতারি ঘোষণা করা হয়।পরে প্রেয়ার বন্ডে ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
এদিনের এই জেল ভরো আন্দোলনে উপস্থিত ছিলেন, সারা ভারত কৃষক সভার নেতা বিশ্বনাথ ঘোষ, বাম বিধায়ক খগেন মুর্মু, জেলা সম্পাদক অম্বর মিত্র সহ নেতাকর্মীরা। কৃষকদের উৎপাদিত ফসলের নায্য মূল্য , কৃষি ঋণ মুকুব সহ বিভিন্ন দাবীতে এদিন আইন অমান্য আন্দোলনে সামিল হন বামকর্মী সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584