হাসপাতাল কর্মীর বাইক চুরি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বর থেকে

0
123

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চত্বর থেকে দুঃসাহসিক বাইক চুরি।বাইকের তালা ভেঙে গাড়ি নিয়ে চম্পট দিল দুই চোর।হাসপাতালের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ল।

Stolen bike from hospital
সিসিটিভি ফুটেজ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ওয়ার্ড বয় আশিষ মিশ্র প্রতিদিনের মত এদিনও ডিউটি করতে তাঁর আত্মীয়ের বাইক নিয়ে এসেছিলেন।ছাই রাঙা আপ্যাচে আরটি বাইকটি নম্বর ডাব্লিউবি৫০এ১৮২৯ বাইকের সামনে ইংরেজি অক্ষরের বড় হাতে B লেখা রয়েছে।গাড়ির মালিক পরিতোষ মিশ্র তাঁর আত্মীয়কে বাইকটি দিয়েছিলেন চালানোর জন্য।

এদিন চুরি যাওয়ার পর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি মোটর সাইকেলে করে সাদা ও হলুদ গেঞ্জি পরা দুই যুবক হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে ঢুকল। তারপর হাসপাতালের ক্যান্টিনের বিপরীতে সারি দিয়ে রাখা বাইক গুলির পাশে নিজেদের বাইকটি দাঁড় করালো। হলুদ গেঞ্জি পরা ছেলেটি প্রথমে এসে চুরি যাওয়া বাইকটির হ্যান্ডেল লক খুলে দিল।তারপরে সাদা গেঞ্জি পরা ছেলেটি এসে বাইকটি নিয়ে চম্পট দিল। আর হলুদ গেঞ্জি পরা ছেলেটি চুরি করতে আসা নম্বরহীন গাড়িটি চালিয়ে পালায়। এই ঘটনায় ঝাড়গ্রাম হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুনঃ চুরি যাওয়া বাইক উদ্ধার দিনহাটায়, গ্রেফতার ১

কারন ক্যান্টিনের পাশেই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকেন হাসপাতালে গেটের দায়িত্বে। তাই চোখের সামনে এহেন ঘটনায় হাসপাতালের লোকের যোগসাগশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ। হাসপাতাল ও পুলিশের নিজস্ব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here