ট্যাঙ্ক ভেঙে দাঁড়িয়ে থাকা লরি থেকে তেল চুরি

0
89

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার তিনটি গ‍্যাস ট্রাঙ্কার ল‍রির ট‍্যাঙ্কি ভেঙ্গে সমস্ত তেল চুরি করে নিল। চুরির ঘটনায় তাজব লরি চালক সহ এলাকাবাসী।

stolen oil from truck | newsfront.co
ভাঙা ট্যাঙ্ক। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বানিয়াপাড়া সংলগ্ন এলাকায়। রীতিমতো চাঞ্চল‍্য ছড়ায় তিনটি লরির থেকে আনুমানিক প্রায় ৯০০ লিটার তেল চুরি হয়েছে বলে জানা গেছে।

Truck | newsfront.co
নিজস্ব চিত্র

লরির চালকরা জানান, আমরা গৌহাটি থেকে হলদিয়া উদ্দেশ্যে যাচ্ছিলাম রাতে ধাবাতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়ি লরি জাতীয় সড়কের ধারে ধাবার সামনে ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি লরির তেলের ট‍্যাঙ্কি লক ভাঙ্গা গিয়ে দেখি ট‍্যাঙ্কি খালি চোর সব তেল চুরি করেছে।

আরও পড়ুনঃ কোচবিহার বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার ১

lorry driver | newsfront.co
প্রদীপ সিং বিষ্ট, লরি চালক।নিজস্ব চিত্র
lorry driver | newsfront.co
দিলীপ গগৈ,লরি চালক।নিজস্ব চিত্র

চোর ট‍্যাঙ্কিতে বিন্দুমাত্র তেল ছাড়েনি সব চুরি করেছে। তিনটি লরির সমস্ত তেল চুরি যাওয়ায় এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকার বাসিন্দারা জানান এখানে প্রতিনিয়ত বহু দূরপাল্লার লরি দাড়ায় কিন্তু আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here