মনিরুল হক, কোচবিহারঃ
বেশ কিছুদিন থেকে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে কৃষকরা যে সার ব্যবহার করে তা কালোবাজারি হচ্ছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে এবং সংবাদপত্রে প্রকাশিত খবরের জেরে জেলা কৃষি দফতরের পক্ষ থেকে মাথাভাঙা মহাকুমা জুড়ে বিভিন্ন সারের দোকানে অভিযান চালায়। এদিন জেলা কৃষি দফতরের আধিকারিক অরুণ কুমার বোসের নেতৃত্বে এক প্রতিনিধিদল বিভিন্ন সারের দোকানে অভিযান চালায়। সারের দোকান গুলোতে গিয়ে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন।
এদিন সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহাকুমার কৃষি আধিকারিক অশোক কুমার দে, মাথাভাঙ্গা ১ নং ব্লক কৃষি আধিকারিক দেবযানী হালদার, মাথাভাঙ্গা ২ নং ব্লক কৃষি আধিকারিক মলয় কুমার মন্ডল সহ আরও অনেকে।
আরও পড়ুনঃক্ষুদিরামের মূর্তি সংস্করণের দাবিতে সরব এলাকাবাসী
জেলা কৃষি দফতরের আধিকারিক অরুণ কুমার বোস বলেন, কৃষকরা যাতে সঠিক মূল্য দিয়ে বিভিন্ন সারের দোকান থেকে সার ক্রয় করতে পারে সে বিষয়টিও গোচরে আনা হয়েছে। তাছাড়া কালোবাজারি যাতে না হয় সারের দাম যাতে কন্ট্রোলে থাকে সেটাও ডিলারদের বলা হয়েছে। আগামী দিনেও এরকম অভিযান চলবে বলে অরুণ বাবু জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584