সুদীপ পাল, বর্ধমানঃ
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) আয়োজিত উদ্ভাবন বিষয়ক প্রতিযোগিতা বিভাগে প্রথম হলেন বর্ধমানের যুবক সাবির হোসেন। নয়াদিল্লি ডিআরডিও ভবনে আয়োজিত ৪১তম ডিরেক্টর্স কনফারেন্সে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সাবিরের হাতে তুলে দেন মানপত্র।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের বাসিন্দা সাবির হোসেন বর্তমানে বর্ধমান শহরে থাকেন। খণ্ডঘোষ ও বর্ধমানে পড়াশোনার পর সাবির কলকাতায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ও পরে সেখান থেকে রাউরকেল্লা। এম-টেক করেন এনআইটি রাউরকেল্লা থেকে। সেখানের শিক্ষক দেবেন্দ্র বর্মার অনুপ্রেরণায় ভুবনেশ্বরে ‘মিরাকিউলাস সলিউশন প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা তৈরি করেন। সেখানে তৈরি হয় পাউডার জাতীয় পদার্থ ‘স্টপ ব্লিড’। এই পাউডার রক্তক্ষরণ বন্ধ করতে মাত্র কুড়ি সেকেন্ড সময় নেবে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধ করতে পারবে।
জানা যায়, বেশ কয়েক বছর আগে সাবিরের বাবা দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তখন প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। রক্তক্ষরণ বন্ধ করার গুরুত্ব বুঝে তখন থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে সাবির। পাউডারটিকে আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। জখম সৈনিকদের রক্তক্ষরণ বন্ধ করে প্রাণ বাঁচাতে সাহায্য করবে এই পাউডার বলেই মনে করছে সাবির। শুধু সেনাবাহিনী নয় প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও এই সুবিধা পান সেটাই আকাঙ্ক্ষা সাবিরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584