নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জঙ্গলের বন্য প্রাণীদের হত্যা রুখতে কিছুটা হলেও সাফল্য এলো মেদিনীপুর বিভাগীয় বন দপ্তরের।চলতি মাস থেকেই পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জঙ্গলমহলে শিকার উৎসব চলছে আদিবাসীদের।এই সময় আদিবাসী মানুষেরা দল বেঁধে জঙ্গলের বিভিন্ন বন্যপ্রাণীদের শিকার করে থাকে।সেইমত আজও লালগড়,পীড়াকাটা এলাকায় শতাধিক আদিবাসী মানুষ সশস্ত্র অবস্থায় জমায়েত হয়েছিল কিন্তু তাদের শিকারের শুরুতেই বুঝিয়ে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে বলে জানান,মেদিনীপুরের বিভাগীয় বনাধীকারিক রবীন্দ্র নাথ সাহা।
তিনি জানান, “অন্যান্য বছর এই সময় পার্শবর্তী জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম,এমনকি পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড, উড়িষ্যা থেকেও হাজার হাজার মানুষ শিকার করতে আসত এই জেলায় কিন্তু এবার বাইরে থেকে আমরা কোন গাড়ি ঢুকতে দিইনি।আমরা বলেছিলাম গাড়ি ঢুকলে আমরা বাজেয়াপ্ত করব, যার ফলে বহিরাগত বহু মানুষকে আমরা আটকাতে সক্ষম হয়েছি।”তবে তিনি বলেন, আরও সচেতনতা বাড়াতে হবে,আদিবাসী মানুষদের মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে, তাহলেই সম্পূর্ণ ভাবে বাঁচানো যাবে বনজ সম্পদ বা বন্যপ্রাণী।
আরও পড়ুনঃ প্রচারে বনবস্তিবাসীদের উচ্ছেদ রুখবার বার্তা দশরথের
প্রসঙ্গতঃ গত বছর এই সময় আদিবাসীদের শিকারের ফলে মারা গিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার।এবছর বনদপ্তরের তৎপরতায় এই শিকার আটকানো গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584