মাটির নিচে ফাইবার তার কাটায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

0
71

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

তিনদিন ধরে বিকল বিএসএনএল পরিষেবা। লিঙ্ক সমস্যায় স্তব্ধ ব্যাঙ্ক সহ সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান।জানাগেছে,বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ আচমকা বিকল হয়ে হয়ে যায় সরকারি সংস্থা বিএসএন এল পরিষেবা।রামপুরের কাছে ৫১২ নম্বর জাতীয় সড়কের নীচে ফাইবার কেটেছে বলে জানতে পারেন কর্তৃপক্ষ।তবে ঘটনাস্থল চিহ্নিত হওয়ার দীর্ঘ কয়েক ঘন্টা পরেও ফাইবার জোড়া দিতে পারেনি তারা।এতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ বিস্তীর্ণ এলাকার।লিঙ্ক সমস্যায় স্তব্ধ ব্যাঙ্কিং থেকে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান।লিঙ্ক নেই রেল কাউন্টারেও।দীর্ঘ তিনদিনের সমস্যায় ভয়াবহ প্রভাব দেখা দিয়েছে স্বাভাবিক জনজীবনে।

নিজস্ব চিত্র

নাম জানাতে অনিচ্ছুক বালুরঘাট সার্কেলের এক আধিকারিকের কথায়,৫১২ নম্বর জাতীয় সড়কের নীচে ফাইবার কেটেছে কোনো একটি বেসরকারি ইন্টারনেট পরিষেবা কোম্পানি।তারা যন্ত্রের সাহায্যে বোরিং করছিলো।জাতীয় সড়কের নীচে ফাইবার কাটার ফলে এই সমস্যা। কেননা জাতীয় সড়ক খোড়ায় নিষেধাজ্ঞা  রয়েছে।তাই তারা বিকল্প  প্রক্রিয়ার মাধ্যমে ফাইবার জোড়া লাগানোর চেষ্টা করছেন। সেকারণেই একটু দেরি।দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা।

আরও পড়ুনঃ অবশেষে শুরু ঘাটাল পৌরসভার ক্রীড়া উৎসব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here