প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে আটকালো নাবালিকার বিয়ে

0
60

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ প্রশাসন৷শুক্রবার বিকেলে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে৷ঘটনার প্রেক্ষিতে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷তবে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সামনে পাত্রীর বাবা লিখিত মুচলেকা দিয়ে জানিয়েছেন, ১৮ বছরের বেশি বয়স না হলে তিনি মেয়ের আর বিয়ে দেবেন না৷
নিত্যানন্দপুরের এক গরিব ব্যক্তি তাঁর বড়ো মেয়ের বিয়ে ঠিক করেছিলেন৷ তাঁর মেয়ের বয়স ১৭ বছর ২ মাস৷ মাধ্যমিক পরীক্ষায় দু’বার ফেল করার পর পড়াশোনায় ইতি দিয়েছে সে৷ শুক্রবার রাতে তার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল৷পাত্র ইংরেজবাজারের নিমাসরাই এলাকার বাসিন্দা৷ বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন৷ বাড়িতে চলে এসেছে আত্মীয় পরিজনরাও কিন্তু চাইল্ড লাইন সূত্রে খবর পেয়ে বিকেলে সেই বাড়িতে উপস্থিত হন খোদ বিডিও নরোত্তম বিশ্বাস৷ সঙ্গে ছিলেন মালদা থানার আইসি মানবেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা৷ তাঁদের দেখেই মাথায় হাত পড়ে পাত্রীপক্ষের৷শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের হস্তক্ষেপে বন্ধ করা হয় এই বিয়ে৷পাত্রীর বাবা লিখিত মুচলেকা দিয়ে জানান, মেয়ের বয়স ১৮ না হলে তিনি আর তার বিয়ে দেবেন না৷পাত্রীর বাবা বলেন,তিনি গরিব মানুষ৷ নিজে শারীরিক প্রতিবন্ধী৷এদিকে ঘরে তিন তিনটে মেয়ে৷তাই কন্যাদায় থেকে বাঁচতে তিনি সব জেনেও বড়ো মেয়ের বিয়ে ঠিক করেছিলেন৷ তবে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিলে কী কী খারাপ ঘটনা ঘটতে পারে তা তাঁর জানা ছিল না৷ আজ বিডিও তাঁকে সব জানিয়েছেন৷ তাই তিনি ঠিক করেছেন, মেয়ের বিয়ে দেওয়ার সময় এই বিডিও যেখানেই থাকুন না কেন, তিনি তাঁকে নিমন্ত্রণ করবেন৷এদিকে প্রশাসনের কাছে খবর আসে, এই এলাকারই দশরথ কলোনিতে আজ আরও একটি নাবালিকার বিয়ে ঠিক হয়েছে৷ পাত্রের বাড়িও দশরথ কলোনিতে৷সেই খবর পেয়েই সেখানে হানা দেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা৷ খুঁজে খুঁজে মেয়ের বাড়িতে যান তাঁরা৷ সেই সময় একটি মেয়ে নিজের আধার কার্ড নিয়ে তাঁদের সামনে হাজির হয়৷ আধার কার্ড অনুযায়ী তার বয়স ১৮ বছর পেরিয়ে গিয়েছে৷ তা দেখে প্রশাসনিক কর্তারা ফিরে যান৷

আরও পড়ুনঃ মাদারিহাটে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচী ও আলোচনা সভা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here