নির্মান সংস্থার বিরুদ্ধে ক্ষোভে বন্ধ কাজ

0
57

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Stop work  for anger against construction agencies
নিজস্ব চিত্র

ইসলামপুর বাইপাস নির্মাণের কাজ আটকে বিক্ষোভ দেখালো বলোঞ্চা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

Stop work for anger against construction agencies
ক্ষোভ।নিজস্ব চিত্র

তাদের অভিযোগ বাইপাসের রাস্তায় কালভার্ট না থাকায় বৃষ্টির জল বের হতে পারছে না।জল জমে কৃষি ফসলের ক্ষতি হচ্ছে।

আরও পড়ুনঃ জলের দাবিতে পথ অবরোধ তপনে

Stop work for anger against construction agencies
আন্দোলনকারী বাসিন্দা।নিজস্ব চিত্র

পুলিশ ও বাইপাস নির্মাণ সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করেন।

ঠিকাদারি সংস্থার কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দিলে কাজ শুরু হয়।মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিক্ষোভের কারণে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় প্রশাসনিক মহলেও এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here