আবগারি দপ্তরের উদ্যোগে পোস্ত চাষ বন্ধের প্রচার অভিযান

0
69

শ্যামল রায়,কালনাঃ

মঙ্গলবার থেকে জনস্বার্থে আবগারি দপ্তর এর তরফ থেকে পোস্ত চাষ বন্ধে প্রচার অভিযান শুরু করা হলো।আফিম ও পোস্ত চাষ করলে নানা বিধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।এইরকম সচেতনতামূলক প্রচার অভিযানে শামিল হয়েছে আবগারি দপ্তর।জানা গিয়েছে যে কালনা কাটোয়া মহকুমার বেশ কিছু জায়গায় পোস্ত চাষ আগে হতো এখন হয় না তাই জনস্বার্থে পোস্ত চাষ সম্পর্কে  সতর্ক করতেই আবগারি দফতরের এই ধরনের প্রচার অভিযান।কালনা ও মহাকুমার আবগারি দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে “কেতুগ্রাম ব্লকের বেশ কিছু এলাকায় পোস্ত চাষ হয়ে থাকে আমরা প্রতিবছরই নষ্ট করে দিই।
পোস্ত চাষ করলে কুড়ি বছর পর্যন্ত জেল এবং লক্ষাধিক টাকা জরিমানা হতে পারে শাস্তিযোগ্য অপরাধ এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে লিফলেট বিলি এবং প্রচার শুরু করেছি এলাকায় এলাকায়।” এছাড়াও পোস্ত চাষ বন্ধে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচার সংগঠিত করা হয়েছে ,জানিয়ে দিলেন আবগারি দফতরের আধিকারিকরা।

আরও পড়ুনঃ পানীয় জলের দাবীতে মহিলাদের পথ অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here