সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সপ্তাহ শুরু হতে না হতেই খেলা দেখাতে আরম্ভ করেছে কালবৈশাখী। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ব্জ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পারা যায়।

তবে মঙ্গলবার ঠিক একইভাবে ঝড়ে লণ্ডভণ্ড হল দক্ষিণ ২৪ পরগণা জেলার নোদাখালি থানার বিড়লাপুরের বজবজ রোড। এদিন সেখানে ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা হাইটেনশন তার ছিঁড়ে যায়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাটি। তবে তার ছিঁড়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। এর পাশাপাশি বেশ কয়েকটি এলাকাতে গাছ ভেঙেও পড়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি,আলিপুরদুয়ারের মৃত ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ

তবে বৃষ্টির বেগ কিছুটা কম হওয়ার পর ঘটনাস্থলে ইলেকট্রিক কর্মীরা এসে যুদ্ধকালিন তৎপরতায় হাইটেনশন তারের কাজ শুরু করে। তবে কিছুক্ষনের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ চলে আসে বলে খবর। তবে বৃষ্টির কারণে সামান্য ক্ষতি হলেও, তীব্র গরমের হাত থেকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584