ফিল্ম রিভিউঃ ‘মর্দানি-২’-তে তেজস্বী পুলিশ অফিসারের ভূমিকায় সাবলীল রানী

0
84

মোহনা বিশ্বাস, বিনোদনডেস্কঃ

 

 

ছবি-মর্দানি ২

পরিচালক- গোপী পুথরন

অভিনয়ে- রাণী মুখার্জী, ভিসাল জেথওয়া, বিক্রম সিং চৌহান, শ্রুতি বাপ্না, যীশু সেনগুপ্ত, রাজেশ শর্মা সহ অন্যান্য তারকারা

রেটিং – ৬.৫/১০

=====================

rani| newsfront.co
চিত্র সৌজন্যঃ টুইটার

রানী মুখার্জী  অভিনীত ছবি ‘মর্দানি ২’ মুক্তি পেল আজ। এই ছবিতে রানীকে আবারও এক সৎ, কঠোর মনোভাবাপন্ন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। এর আগে ২০১৪-তে মুক্তি পাওয়া ‘মর্দানি’ ছবিটিতেও রানী মুখার্জীকে এক দাপটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল। সমাজে নারীকে সুরক্ষা দেওয়ার জন্য এইরকম পুলিশ অফিসারের প্রয়োজন সত্যিই আছে। মহিলারা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। যতদিন না সমাজ বদলাচ্ছে, সমাজের মানসিকতা বদলাচ্ছে ততদিন মহিলাদের ওপর অত্যাচার করা সেইসব নৃশংস মানুষগুলোকে প্রাণে মেরে ফেললেও এই সমাজে নারীরা সুরক্ষিত থাকবে না। অনেক সময় অপরাধীকে খুঁজে বের করা কঠিন হয়ে যায়। আমাদের দেশে বছরে প্রায় ৩০০০-এর বেশি মহিলার ধর্ষণ হয়, যেখানে অনেক ক্ষেত্রে ধর্ষকের সাজা মুকুব হয়ে যায়। আবার অনেক সময় ধর্ষককে চিহ্নিতই করতে পারে না পুলিশ। পুলিশ কখনো বিনা প্রমাণে কোনো অপরাধীকে ধরতে পারে না। তাই অপরাধীরা প্রমাণ লোপাট করে দিলে পুলিশের পক্ষে অপরাধীকে চিহ্নিত করা মুশকিল হয়ে যায়।

rani2| newsfront.co
চিত্র সৌজন্যঃ টুইটার

মর্দানি-২’তে উপরিউক্ত ঘটনাগুলি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ছবিটিতে দেখানো হয়েছে  রাজস্থানের কোটা জেলায় একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করে এক অল্প বয়সী ছেলে। আর সেই ধর্ষণ ও খুনের মামলা আসে এসপি শিবানী শিবাজী রায়-এর কাছে। এরপরই শুরু হয় আসল গল্প। এই ধর্ষণ ও খুন-এর মামলায় তদন্ত শুরু করে শিবানী। কিন্তু এই কাজ খুব একটা সহজ হয় না শিবানীর কাছে। একদিকে যখন অপরাধীকে ধরতে তৎপর শিবানী অন্যদিকে তখন ঐ ধর্ষক আরও অপরাধমূলক কাজ করে চলে। একের পর এক খুন, ধর্ষণের মতো নৃশংস কাজ করে চলে সে। এর মধ্যেই শিবানী অপরাধীকে চিহ্নিত করার সূত্র খুঁজে পায়। যখনই শিবানী তাকে গ্রেফতার করার জন্য প্রস্তুতি নেয় তখনই সে কিছু না কিছু দুষ্কর্ম করে। এদিকে কোনোভাবেই এই মামলার নিষ্পতি হচ্ছে না দেখে শিবানীকে বদলি করে দেওয়া হয়। বদলি হওয়ার আগে অপরাধীকে ধরার জন্য ৪৮ ঘন্টা সময় চায় শিবানী। এই সময়সীমার মধ্যেই একদিন শিবানী তাকে হাতে নাতে ধরলেও শিবানীকে জখম করে পালিয়ে যায় সে। এরপর শিবানীর সময়সীমা ক্রমশ শেষ হতে থাকে। তবুও হাল ছাড়ে না সে। অবশেষে কালী পুজোর দিন ঐ সময়সীমার মধ্যেই অপরাধীকে খুঁজে পায় শিবানী।

rani 3| newsfront.co
চিত্র সৌজন্যঃ টুইটার

আরও পড়ুনঃরুট বদলের দাবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের

‘মর্দানি’-র মতো ‘মর্দানি-২’-তেও রানীকে এক তেজস্বী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। এই ছবিতে খলনায়কের চরিত্রে দারুণ অভিনয় করেছেন ভিসাল জেথওয়া। সমাজে নারী পুরুষ নিয়ে বিতর্ক সেদিনই শেষ হবে যেদিন এই সমাজ সচেতন হবে, সমাজের মানসিকতা বদলাবে। সমাজে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এইধরনের অপরাধ, বাড়ছে অপরাধীর সংখ্যা। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই সমাজকেই। ‘মর্দানি-২’-তে এই বার্তাই দিয়েছেন পরিচালক গোপী পুথরন। এছাড়াও ছবিটিতে দেখানো হয়েছে যে, উৎসব হলেও একজন পুলিশ তার দায়িত্ব ও কাজ থেকে ছুটি পান না। মানুষকে সুরক্ষা দিতে সবসময় প্রস্তুত তারা। ছবিটিতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রানীর দুরন্ত অভিনয়ও নজর কাড়বে সকল দর্শকের । সবমিলিয়ে ভরপুর অ্যাকশনে ভরা ‘মর্দানি -২’। যা দেখলে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here