ওয়েব ডেস্ক নিউজফ্রন্ট:
সুরাটের লাস্কানা এলাকায় লকডাউনে আটকে পড়া প্রায় হাজার জন পরিযায়ী শ্রমিক বেতন ও বাড়ি ফেরার দাবিতে শুক্রবার সন্ধ্যায় দোকান ও সবজি ভ্যান ভাঙচুর করে ও আগুন লাগিয়ে তাণ্ডব চালায়।
#Gujarat | #Migrantworkers in Surat resorted to violence on street allegedly fearing extension of lockdown."Workers blocked road&pelted stones.Police reached the spot&detained 60-70 people.We've come to know that they were demanding to go back home",said DCP Surat,Rakesh Barot pic.twitter.com/gO1Dv0e0LA
— First India (@thefirstindia) April 11, 2020
সুরাটের পরিযায়ী শ্রমিকদের হাব নামে পরিচিত লাস্কানা এলাকার পরিযায়ী শ্রমিকরা বেশিরভাগ টেক্সটাইল ও এমব্রয়ডারী কাজে নিযুক্ত।সংবাদ সংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে সে পর্যায়ে শ্রমিকরা বেশিরভাগই ওড়িশার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় বিপুল নগর সবজি মার্কেটের কাছের রাস্তায় তারা বেরিয়ে পড়ে এবং তাণ্ডব চালায় বলে পুলিশ সূত্রে খবর।
এক লোকাল বিজেপি নেতার মন্তব্য অনুযায়ী লকডাউনে বন্ধ থাকা কারখানার শ্রমিকরা বেতন ও তাদের দেশের বাড়ি ফেরার দাবিতে এই তান্ডব চালাতে থাকে। তারা খাদ্য সংকটেরও অভিযোগ তোলে।
আরও পড়ুন:সুরাটে পুলিশের উপর চড়াও শ্রমিকরা, গ্রেফতার ৯৩
পুলিশ আসার আগেই সেখানে প্রায় এক হাজার শ্রমিক জড় হয়ে যায়। তাদের মধ্যে ৭০ জনকে লকডাউন উপেক্ষা করে দাঙ্গা বাধানোর অভিযোগে আটক করা হয়। এর আগেও সুরাটে ৯৫ জন পরিযায়ী শ্রমিককে দাঙ্গা ও তান্ডব চালানোর অভিযোগে আটক করা হয়।
Surat DCP says the incident happened around 7-7.30 pm and the situation has been brought under control now. "Their primary demand is to be sent back to their natives. Around 60-70 people have been detained. Further investigations are one." @TheQuint pic.twitter.com/fc9sxi3Yy3
— Asmita Nandy (@NandyAsmita) April 10, 2020
গুজরাটের সুরাটে প্রায় ১২ রাজ্যের পরিযায়ী শ্রমিক টেক্সটাইল, পাওয়ারলুম, এমব্রয়ডারী ও কনস্ট্রাকশনের কাজে নিযুক্ত বস্তিতে কর্মহীন অবস্থায় থাকার চেয়ে বাড়ি ফেরা শ্রেয় মনে করছেন।(ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584