অজানা কারণে কুকুরের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

0
55

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

অজানা কারণে একের পর এক পথ কুকুরের মৃত্যু হচ্ছে রায়গঞ্জে। দেহের পেছনের দিক অসার হয়ে এদিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে ৩ সারমেয়৷ এমন ঘটনায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রায়গঞ্জ পুরসভার সুকান্ত পল্লীতে।

পশু প্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালের দাবি, ক্যানাইন ডিসটেম্পার রোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হচ্ছে পথ কুকুরদের।

dogs | newsfront.co
প্রতীকী চিত্র

এই মুহূর্তে শহরে ২৫ থেকে ৩০ টি কুকুর এই রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ৫-৬টি কুকুরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশু প্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া৷ সুকান্তপল্লী এলাকার বাসিন্দা তথা সমাজসেবী চন্দ্র নারায়ন সাহা জানান, ‘বেশ কয়েকদিন আগে প্রথম একটি কুকুরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল৷

আরও পড়ুনঃ গড়বেতায় বাজ পড়ে মৃত্যু বিদ্যুৎ কর্মী সহ ২ জনের

দেহের পেছনের অংশ অসার হয়ে যাওয়ায় আমাদের সন্দেহ হয় কেউ হয়ত কুকুরটিকে মেরেছে। চুরি অথবা ডাকাতির ছকও থাকতে পারে বলে অনুমান করে রাতভর পাড়া পাহারা দেওয়ার কাজ শুরু করা হয়।

সোমবার আরও তিন সারমেয়কে একইরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে পিএফএ-কে খবর দেওয়া হয়। পিএফএর সদস্যরা এসে ডিসটেম্পার রোগের কথা জানিয়েছেন।

স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে অসুস্থ তিন কুকুরকে পশু হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই ওদের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করার আবেদন জানানো হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here