ভাস্কর ঘোষ, কান্দি:বেহাল দশা রাস্তার। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোন কাজের কাজ হচ্ছেনা। তাই বাধ্য হয়ে মোড়গ্রাম – বর্ধমারন রাজ্য সড়কের খড়গ্রাম থানার শেরপুর মোড় অবরোধ করল এলাকাবাসীরা। শনিবার সকাল সাড়ে দশটায় এই অবরোধ শুরু হয়ে চলে প্রায় ঘন্টা দুয়েক। খবর পেয়ে বেশ কয়েক জন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খড়গ্রাম থানার ওসি সুব্রত ঘোষ।কিন্তু, তিনি এলাকাবাসীকে বারবার বোঝানো সত্বেও তারা অবরোধ চালিয়ে যান। পরে সেখানে ছুটে আসেন খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলাম। তিনি এসে অবরোধকারীদের রাস্তায় প্রতিদিন জল স্প্রে করার ও মেরামতির আশ্বাস দিলে এলাকার মানুষেরা এই অবরোধ থেকে সরে দাঁড়ান।
স্থানীয়দের অভিযোগ , মোড়গ্রাম – বর্ধমান রাজ্য সড়কের কুলি থেকে আলি নগর পর্যন্ত প্রায় ১৯ কিলো মিটার রাস্তার বেহাল দশা। খানা খন্দে ভরতি। তাছাড়া এত বেশি ধুলো যে মানুষ যাতায়াত করলে শ্বাস কর্ষ্ট হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্বেও কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে স্থানীয়রা পথ অবোরোধ করেন।
স্থানীয় অলোক মন্ডল বলেন, খড়গ্রামের শেরপুরে রাস্তার অবস্থা আরও বেশি খারাপ। পিচের কোন বালাই নেই। বড়বড় খানাখন্দে ভরতি। প্রতিদিন দুঘর্টনা সেখানে ঘটেই চলেছে। তাছাড়া রাস্তায় এত ধুলো হয়েছে, তাতে মানুষের চলাফেরা করা কঠিন। আমরা বারবার স্থানীয় প্রশসনকে জানিয়েও কোন কাজের কাজ হয়নি। তাই এদিন আমরা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিই।
খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলাম বলেন, স্থানীয়রা অবরোধ করেন। আমরা হাইঅথরিটির সঙ্গে কথা বলেছি। পিডব্লু সঙ্গে কথা বলেছি তারা কাল থেকে রাস্তায় জল স্প্রে করবে, যাতে ধুলোটা কিছুটা কম হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584