নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রবিবার থেকে লকডাউন কড়া হচ্ছে হরিশ্চন্দ্রপুরে।সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দুটো ব্লকে লকডাউন করার জন্য এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু, হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস সহ এলাকার ব্যবসায়ী রাজনৈতিক প্রতিনিধি, জনপ্রতিনিধিরা।
সভায় সিদ্ধান্ত হয়েছে সকাল ১১ টার পর অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সব দোকান বন্ধ থাকবে। একমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। এলাকায় কোনো টোটো, অটো, রিকশা চলবে না।
আরও পড়ুনঃ এখন একমাত্র ঈশ্বরই আমাদের বাঁচাতে পারে: কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী
এই লকডাউন আগামী ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ব্যাঙ্ক, পোস্ট অফিসের ভেতরে সাতজন, বাইরে ১৫ জনের বেশি ভিড় করা যাবে না। রাস্তায় বের হলে মাস্ক পরে অবশ্যই বেরোতে হবে। নয়তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ডালখোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, ‘এলাকায় যাতে লকডাউন মানুষ মেনে চলে তা নিশ্চিত করতে প্রশাসন কড়া নজরদারি চালাবে।’ স্থানীয় ব্যবসায়ী শেখ খলিল জানান, ‘করোনা ভাইরাসের প্রকোপ যে হারে বাড়ছে, তাতে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। এরফলে সাধারণ মানুষ আতঙ্কিত। সকলের ভালোর জন্যই লকডাউন করা। উর্দ্ধতন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584