ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ রায়গঞ্জ পুরসভার

0
47

পিয়া গুপ্তা,রায়গঞ্জঃ

Strict step to stop carry bag use
নিজস্ব চিত্র

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে একাধিকবার শহরের বিভিন্ন বাজারঘাটে হানা দিতে দেখা গিয়েছে রায়গঞ্জ পুরসভাকে।

Strict step to stop carry bag use
নিজস্ব চিত্র

শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করতে মঙ্গলবারও শহরের বিভিন্ন বাজারে হানা দেয় পুর কর্তৃপক্ষ।

Strict step to stop carry bag use
নিজস্ব চিত্র

পুরসভা সূত্রে জানা গিয়েছে, হানা চলাকালীন এদিন একাধিক ব্যবসায়ীর থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার হয়েছে।

Strict step to stop carry bag use
সন্দীপ বিশ্বাস,পুরপতি রায়গঞ্জ পুরসভা।নিজস্ব চিত্র

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, মোহনবাটি বাজারের এক বিক্রেতার থেকে এদিন বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার হয়েছে।এর আগেও একাধিকবার ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।তবুও তিনি অবৈধ ভাবে এই ব্যবসা শহরের বুকে চালিয়ে যাচ্ছেন।পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি,ওই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করার চিন্তাভাবনা শুরু করা হয়েছে।

পুরপতি আরও জানান ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই দিনটিকে মাথায় রেখে পরিবেশ বান্ধব রায়গঞ্জ গড়ে তোলার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করছে রায়গঞ্জ পুরসভা।

আরও পড়ুনঃ জলাভূমি রক্ষায় কর্তৃপক্ষের সুমতি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন

Strict step to stop carry bag use
নিজস্ব চিত্র

পাশাপাশি,বুধবার বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জ পুরসভা পরিচালিত মাতৃসদনে যে সকল শিশু জন্মগ্রহণ করবে তাদের সকলে উপহার স্বরূপ সুন্দর একটি গাছ প্রদান করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here