নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্থানীয় ২ নেতার ওপর হামলা চালানোর প্রতিবাদে চোপড়ায় তৃণমূলের ডাকা ১২ ঘণ্টার বনধ শান্তিতেই কাটল।মুখ্যমন্ত্রী তাঁর আমলে কর্মনাশা বনধের বিরোধিতা করলেও মঙ্গলবার চোপড়ায় বনধ ডেকেছিল তাঁর দলই। প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা-কর্মীকে গুলি করার প্রতিবাদে এদিন তৃণমূল দাসপাড়া গ্রামপঞ্চায়েত এলাকাতে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল। বনধ শান্তিতেই কেটেছে।

বনধকে ঘিরে এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা না হলেও এলাকায় চাপা উত্তেজনা ছিল। দাসপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাট, হাটবাজার বন্ধ ছিল। বন্ধ ছিল দাসপাড়া পঞ্চায়েত অফিসও। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চলেছে পুলিশি টহলদারি।
দাসপাড়া গ্রামপঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় দুস্কৃতীরা হামলা চালায়। তাতে প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আবুল হোসেন ও তৃণমূল কর্মী মোস্তাফা কামাল গুলিবিদ্ধ হন।
আরও পড়ুনঃ রেল বেসরকারিকরণের প্রতিবাদে রায়গঞ্জ স্টেশনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস-সিপিএমের দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে। গ্রামে পুলিশ পিকেট বসানোর পাশাপাশি চলছে পুলিশের টহলদারি। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584