সুদীপ পাল,বর্ধমানঃ
শ্রমিক নীতির বিরোধিতা করে ১৮টি কেন্দ্রীয় ট্রেন ইউনিয়নের ডাকা ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের আজ প্রথমদিন। রানিগঞ্জের নেতাজি স্ট্যাচুর কাছে সকাল থেকে পথ অবরোধ করে রেখেছেন সিপিআইএম-এর সমর্থকরা।রানিগঞ্জের সিপিআইএম- এর বিধায়ক রুনু দত্ত এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরি সহ অন্যান্য দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।কিন্তু পুলিশ প্রশাসনের উদ্যোগে এই বনধ ওঠাতে গেলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।রানিগঞ্জে পথ অবরোধের ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। বাঁকুড়া রুটের বাসও বন্ধ হয়ে যায়। নেতাজি স্ট্যাচু এলাকা থেকেই শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। কালিগঞ্জ থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।দলীয় কর্মী সমর্থকদের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবেই বনধ করছিলাম। কিন্তু পুলিশ যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে তাতে পুলিশকে ‘দুর হটো’ বলতেই হচ্ছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেজন্য পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ধর্মঘটে বর্ধমানকে প্রশাসনিকভাবে সচল রাখার প্রয়াস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584