নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
বামেদের ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধে মিশ্র প্রভাব পড়ল বহরমপুরে। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যানবাহন চলাচল মোটামুটি ভাবে স্বাভাবিক ছিল।
সরকারি বাস স্বাভাবিক ভাবে চলাচল করলেও বেসরকারি বাসের চলাচল ছিল খুব কম। হাতে গোনা মাত্র কয়েকটি বেসরকারি বাস অল্প সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করে। রাস্তায় ও বাসস্ট্যান্ডে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন যাত্রী সাধারণকে যান বাহনের অভাবে রাস্তায় অপেক্ষা করতে দেখা গিয়েছে।এদিনের বাংলা বন্ধে লালগোলা-শিয়ালহল শাখার ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
আরও পড়ুনঃ বন্ধ আবহে তৃণমূলের সভা, চাপা উত্তেজনা ঝাড়গ্রামে
সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে লালগোলা ও শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন বামেদের কোন মিছিলকে স্টেশন চত্ত্বরে দেখা যায়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584